প্রকৃতপক্ষে শত শত উপায় আছে যেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পাড়বেন, তার
মধ্যে কিছু হয় ভাল আর কিছু হয় খারাপ ।আমি আপনাদের ঐ খারাপ প্রোগ্রাম থাকে দূরে থাকার সুপারিশ করবো , যা আপনাদের টাকাবীনীয়োগ করতে বলবে।যেমন ধরুন ফর্ম ভর্তি, বিজ্ঞাপন ক্লিক এই টাইপ ই কিছু ।এখানে আমি আপনাদের কিছু টাকা তৈরীর পদ্ধতি বলেদেব যেখান থাকে আপনি প্রতি মাসে মোটা টাকা ইনকাম করতে পাড়বেন । এটা করতে গেলে আপনার যেটা প্রয়োজন সেটা হল ইন্টারনেট connection, আর একটা ল্যাপটপ অথবা ডেক্সটপ । আশা করছি এই গুল আপনার আছে ।
ইন্টারনেট এর দুনিয়া টাকা উপার্জন জায়গা আনেক তার মধ্যে কিছু হল youtube,google,affiliate marketing,fiverr।আমি আজ শুধু youtube নিয়ে কথা বলব ।youtube থাকে কিভাবে টাকা income করবেন।আপনি কি জানেন youtube থেকে টাকা income করতে পারবেন।আমরা সকলে youtube ভিডিও দেখি কিন্তু আমরা আনকে জানিনা যে youtube থাকে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা
মাসে উপার্জন করছে । আপনি হয় তো ভাবছেন যে youtube আপনাকে টাকা কেন দেবে?আপনি youtube ভিডিও দেখার সময় লক্ষ্য করে দেখবেন যে ভিডিও চলার সময় একটা advertisement চলে ১ second এর জন্য,ঐ কারনে youtube টাকা দেয় ওই youtube channel এর মালিক কে, মানে আপনাকে ।কিন্তু আপনি কিভাবে টাকা income করবেন।প্রথমে আপনাকে youtube এ গিয়ে একটা channel open করতে হবে ।তার পর আপনাকে ভিডিও উপলোড করতে হবে ।কি ভাবে করবেন নিছে দেখুন।আর একটা জিনিস মনে রাখবেন ভিডিও জানো আন্যে কারও কপি না হই ।শুধু মাত্র আপনার মোবাইল থাকে তোলা আথাবা আপনার কামারা থাকে তোলা হয়া চাই ।